হারানো জিনিস – লিডিয়া ডেভিস

হারানো জিনিস              (অনুগল্প)

লিডিয়া ডেভিস

(আমেরিকান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ সদানন্দ সিংহ)

তারা হারিয়ে গেছে, বা হারিয়ে না গিয়েও পৃথিবীর কোথাও আছে। তাদের বেশিরভাগই ছোট জিনিস। যদিও দুটো বড়ও আছে — একটা কোট এবং একটা কুকুর। ছোট জিনিসগুলির মধ্যে একটি হল একটি নির্দিষ্ট রিং এবং অন্যটি একটি নির্দিষ্ট বোতাম। তারা আমার কাছ থেকে, আমার আশপাশ থেকে হারিয়ে গেছে। কিন্তু তারা সম্পূর্ণভাবে হারিয়েও যায়নি। তারা কোথাও আছে। এটাও হতে পারে তারা হয়তো অন্য কারো কাছে আছে। কিন্তু অন্য কারো কাছে না থাকলে, আংটিটি, আজ নিজে নিজেই হারিয়ে যেত না। ওটা আছে কোনোখানে, শুধুমাত্র আমি যেখানে আছি সেখানে নেই; এবং বোতামটিও তাই, কোনোখানে আছে, শুধুমাত্র আমি যেখানে আছি সেখানে নেই।

(লিডিয়া ডেভিস আমেরিকার একজন গল্পকার, প্রবন্ধকার, ঔপন্যাসিক এবং ফরাসী সাহিত্যের অনুবাদক। জন্ম ১৫ জুলাই ১৯৪৭)