সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

তোমাকেই নিবারণ

সদানন্দ সিংহ

ওহে নিবারণ, তোমাকেই বলছি।
শোনো।

নির্বাসিত সুড়ঙ্গের মাঝে
যে তক্ষকটি আজ রতিক্লান্ত
সে তোমারই সমগোত্রীয়,
জেনে রেখো।
তোমার অংশুমান ঠোঁটেই
ঝুলে থাকে কামুক বারোমাস্যা।
আর চোরাগুপ্তা
যে ঠিকানায় তোমার নিখাদ বিশ্বাস
তা পিতৃহন্তারক।

তোমারই বুকের এক অন্তিম বাগিচায়
বুনো হাঁসের রক্ত গলে গলে
আজ জলো হয়, তবু উল্লাসপ্রিয় হে
তাতে কি
সংগোপনে, কি অভিমানে, কি বাষ্পায়নে
তোমারই সর্বস্বান্ত রাত
ক্রমশ বেড়ে যায়।
আর পৃথুলা দিবসের ছায়ায়
সংগঠিত বজ্রপাত নাকি বীর্যপাত,
কীট-সমুদ্রে এ কেমন পাল তোলা জাহাজ
ডুবে ডুবে আকণ্ঠ জল খায়।

জানি, এও জানি। সবশেষে এখন
এইসব স্বেচ্ছাচারিতার উৎসবও
ধীরে ধীরে একদিন কিংবদন্তি হয়।