অমূল্য হৃদয় – সদানন্দ সিংহ
অমূল্য হৃদয় সদানন্দ সিংহ আমাদের শরীরের ভেতরের-বাইরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গই অমূল্য। অথচ এই অমূল্য অঙ্গগুলির মূল্য জানার খুব একটা চেষ্টা আমরা করি না। আস্তে আস্তে কালের প্রবাহের মধ্যে এগুলির মূল্য ফুরিয়ে যেতে থাকে। তবুই আমরা টের পাই না। তারপর একদিন হঠাৎ টের পাই হৃদয়ে এক বেড়াজাল এসে ঢং ঢং করে ঘন্টা বাজাচ্ছে। হৃদ্রোগ ধরা পড়েছে। হৃদ্রোগ এমন একটি অবস্থা যা হার্ট এবং কার্ডিওভাসকুলার সিস্টেমকে প্রভাবিত করে। এটি বিভিন্ন কারণ যেমন ধূমপান, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ব্যায়ামের অভাবের কারণে ঘটে। কিছু…