অ্যাংগার বা রাগ – সদানন্দ সিংহ
অ্যাংগার বা রাগ সদানন্দ সিংহ রাগ হচ্ছে আমাদেরই এক ইমোশন বা আবেগ যা ফুটে উঠে অন্যের প্রতি বৈরিতার মনোভাব নিয়ে বা নিজের কৃতকর্মের জন্যে নিজেরই ওপর এক অনাস্থা নিয়ে। পৃথিবীতে রাগ নেই এমন মানুষের দেখা পাওয়া খুব দুর্লভ। আর দুঃখ-হাসি-কান্না-রাগ সবই তো আমাদের ইমোশন থেকে উৎপত্তি। একমাত্র মৃত মানুষেরই ইমোশন থাকে না। কিন্তু একজন জীবন্ত মানুষের কি রাগের সত্যিই প্রয়োজন আছে? মানুষটা জীবন্ত বলে তাকে কি রাগ দেখাতেই হবে? সচরাচর আমরা কয়েক ধরনের রাগ দেখি। ক্রনিক রাগ, পরোক্ষ রাগ,…