গুরুত্বপূর্ণ হেল্পলাইন নাম্বারগুলি – সদানন্দ সিংহ
গুরুত্বপূর্ণ হেল্পলাইন নাম্বারগুলি সদানন্দ সিংহ এখন আমাদের বেশিরভাগের কাছেই মোবাইল ফোন আছে। মোবাইলের ফোনের সাহায্যে গেম, শপিং, সিনেমা বা ভিডিও দেখা এবং আরো প্রয়োজনীয় কাজ যেগুলি আগে আমরা কম্পিউটারের বা ল্যাপটপের সাহায্যে করতাম তা এখন মোবাইল ফোনের দ্বারা করা সম্ভব হচ্ছে। আসলে মোবাইল ফোন আমাদের অনেক কাজ অনেক সহজ করে দিয়েছে। কিন্তু যে জিনিস আমরা অনেকেই করি না, সেটা হল অনেক গুরুত্বপূর্ণ ফোন নাম্বারের নিজের ফোনে সেভ করে রাখা যে ফোন নাম্বারগুলি আমাদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার…