ইমোজি চর্চা – সদানন্দ সিংহ
ইমোজি চর্চা সদানন্দ সিংহ ভারতবর্ষে জি শব্দের একটা সম্মানজনক অবস্থান আছে। যেমন নেহেরুজি, শাস্ত্রীজি, নেতাজি, আরো অনেক। এঁদের সবারই চাক্ষুষ অস্তিত্ব ছিল একসময়। ইমোজিও এখন সম্মানজনক অবস্থান নিয়ে গেঁড়ে বসেছে আমাদের কাছে। তবে ইমোজি ব্যাপারটা অন্যরকম, যার অস্তিত্ব কেবল ডিজিটাল জগতে এবং একে ধরাছোঁয়া যায় না। নেট নিয়ে যাঁরা ঘাঁটাঘাঁটি করেন তাঁরা কেউ এই ইমোজিকে চেনেন না এখন – এমন কেউ আছেন কিনা সন্দেহ। ভাবতে পারেন, প্রতিদিন এখন ৯০০ মিলিয়নেরও বেশি ই্মোজির চলাচল হয় আন্তর্জালে। ৯০০ মিলিয়ন মানে ৯০…