আয়ুষ্মান যোজনা: এক স্বাস্থ্যবিমা – সদানন্দ সিংহ
আয়ুষ্মান যোজনা: এক স্বাস্থ্যবিমা সদানন্দ সিংহ স্বাস্থ্যবিমা কী এবং কেন এটা করা দরকার? স্বাস্থ্যবিমা হল ইনস্যুরেন্সের একটা প্রোডাক্ট যার দ্বারা ইনস্যুরেন্সকৃত ব্যাক্তির চিকিৎসা এবং অপারেশনের খরচ ইনস্যুরেন্স কোম্পানির দ্বারা দেবার ব্যবস্থা করা হয়। মানুষের রোগ অবশ্যম্ভাবী। রোগ হলেই চিকিৎসার প্রয়োজন। সাধারণ রোগ হলে হয়তো কিছু ট্যাবলেটে সেরে যায়। কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা জটিল রোগ হলে হাসপাতালে ভর্তি হতে হয় এবং তাঁর চিকিৎসার খরচ সাধারণ লোকের পক্ষে বহন করা দুঃসাধ্য হয়ে পড়ে। তাই স্বাস্থ্যবিমা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকদের জন্যে খুব…