আটপৌরে গল্প – বিজয়া দেব
আটপৌরে গল্প (ছোটোগল্প) বিজয়া দেব তেমন কিছু কাজ তো নেই ভবেশের। ছোটখাট কাজ করে কখনও কিছু জোটে কখনও জোটে না। এটা ওটা সারাইয়ের কাজ তো, তাই পকেটে একটা পুরনো ছোট মোবাইল ফোন নিয়ে ঘোরে। কাস্টমারদের সবাইকে ফোন নং দিয়ে রাখা। ঐ ফোনেই ভরসা। গ্যাসের উনুন ঠিক করে দেওয়া, চিমনির টুকিটাকি সারাই সাফ করে দেওয়া। চায়ের দোকানে ছোট পোর্টেবল গ্যাসের উনুন রিফিল করা এইসব কাজ। বউকে খাওয়াতে পারবে না বলে বিয়েও করল না সে। পয়সায় কুলোয় না তাই…