সনজিৎ বণিকের কবিতা
দিৎসা সনজিৎ বণিক এতো দিৎসা প্রাণে তার হাত মেলে আছে দেখো প্রাণের মানুষ মেলেছে হাত ফিরিয়ো না তাকে কভু। নিয়ে নাও যতো পারো হৃদয় ভরে রাখো এমন মানুষ জগতে বিরল প্রাণভরে তাকে নিও। এ ভুবন বড়ো দুঃখের, সুখের সন্ধানে সবাই সুখ বলে কিছু থাকে এমন যায় না চোখে দেখা হারানো সুরের মধ্যমণি সে যার প্রাণে আছে দিৎসা। এ জগৎ ভালোই আছে এমন প্রাণের মাঝে, খুঁজে নিতে হয় জ্ঞানের আলোকে রাতের তারার ফাঁকে, ফিরিয়ে দিও না এবার তুমি খুঁজে ফেরো…