গোবর্ধনের উদ্ধার – সদানন্দ সিংহ
গোবর্ধনের উদ্ধার (ছোটদের গল্প) সদানন্দ সিংহ “যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।” বলেই গোবর্ধনদা হাসলেন। আবার বললেন, কথাগুলি আমার দাদার, উনি এটা আমাকে প্রায়ই বলেন। এর মর্ম বুঝলেই নাকি আমার ভবিষ্যৎ আলোয় ভরে যাবে। শুনে আমি হাসলাম। বললাম, এটা তো আপনার দাদার মানে হর্ষবর্ধনদার কথা নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এটা আ্মাদের স্কুলের পাঠ্য বইয়ের একটা ভাবসম্প্রসারণ। — তাই নাকি ! আশ্চর্য তো ! বুঝতে পারলাম, আমার কথাগুলি গোবর্ধনদা…