লগনবাবু – স্বাতী ধর
লগনবাবু (অনুগল্প) স্বাতী ধর লগনবাবুর সত্যি কথা বলার এলেম আছে। স্পষ্টবক্তা। গলাবাজিও করতে জানেন। দেশভক্তিও আছে। নিজস্ব আর্থিক লাভক্ষতি নিয়ে ভাবেন না। জনগণের উন্নতি নিয়ে চিন্তাও করেন। অনেক দিনের সিনিয়র পুরোনো নেতা বলে নিজেদের দল নিয়েও খুব চিন্তা করেন। কিন্তু মুশকিল হল, চারিদিকে উঠতি নতুন জুনিয়র নেতাদের রমরমা বেড়েই চলেছে, আর সিনিয়র তিনি নিজের দলের মধ্যে পিছিয়েই পড়ছেন। আর উঠতি অনেক নেতাই সুবিধাবাদী ঝানু রাজনীতিবিদ, তারা একের কথা অন্যকে লাগিয়ে নিজেদের পথটাকে প্রশস্ত করে নেয়।…