রহিত ঘোষালের কবিতা
তরঙ্গ রহিত ঘোষাল ১ ব্রহ্মডাঙার উপর দিয়ে আমরা চলেছি, অসম্ভব বেশি পরিমাণে লোক নিয়ে একটি ট্রেন খুব ধীর গতিতে চলেছে, সে গন্তব্যে পৌঁছে দেবে এরকম়ই কথা আছে, পথে ছোট ছোট স্টেশন, অনামি সব গ্রাম-মাঠখেত, এটুকুই স্মৃতিতে ভেসে ওঠে, এক বিশাল ধর্মীয় জমায়েত, পিঁপড়ের মতো তরুণেরা সেখানে ভিড় করেছে, তাদের সবার চোখ মাথার পেছনে। ২ দূরত্ব বুঝি না, অসাড়তা তাও কি বুঝি, ফিরতে ফিরতে আকাশ দেখি, স্বর্গ দেখতে পাই না, সরোবরে ঝাঁপ দিয়ে দেখেছি স্বীকার করি, নতুন কিচ্ছু পাইনি, ধুয়ে…