ভ্যালি অব ফ্লাওয়ার – সদানন্দ সিংহ
ভ্যালি অব ফ্লাওয়ার সদানন্দ সিংহ ভ্যালি অব ফ্লাওয়ার মানে ফুলের উপত্যকা। ভ্যালি অব ফ্লাওয়ার-এর নাম আজকাল অনেকেই জানেন। এই জায়গাটা উত্তরাখণ্ডে অবস্থিত। মহান পর্বতারোহী ফ্র্যাঙ্ক এস স্মিথ ১৯৩১ সালে কামেট পর্বত অভিযান থেকে ফিরে আসার সময় এই জায়গাটা আবিষ্কার করেছিলেন। এই স্থানটি পৃথিবীর স্বর্গের চেয়ে কম কিছু নয়। প্রকৃতির অপূর্ব রূপ নিয়ে ভ্যালি অব ফ্লাওয়ার আজ পৃথিবী খ্যাত। বিভিন্ন প্রজাতির প্রাকৃতিক মরশুমি ফুলের এমন সমারোহ ভারতে আর কোথাও নেই। প্রতি বছর হাজার হাজার লোক এই প্রাকৃতিক ফুলের মেলা দেখার…