ভবিষ্যৎ দ্রষ্টা – গুলশন ঘোষ
ভবিষ্যৎ দ্রষ্টা (অনুগল্প) গুলশন ঘোষ শুকনো পাতাগুলো ভেসে ভেসে বিছানো চাদরের উপর পড়ছে। সেইখানেই জমা হচ্ছে দশ-বিশ-পঞ্চাশ-একশো-দু’শো টাকার নোট। কেউ বা নমস্কার করে দিয়ে যাচ্ছে কয়েন। চাদরের উপর রাখা কত অজানা গাছের নানা শিকড়। কিছু রঙ-বেরঙের পাথর। লোহা ও তামার রিং। গাছের নীচে বসে আছে অমূল্যচরণ শাস্ত্রী। আগে নাম ছিল অমূল্য সাঁতরা। শাস্ত্রী তার উপাধি। এছাড়া তার আরো একটি উপাধি আছে — রত্নপ্রভাকর। ছেলের চিকিৎসার জন্য গেছেন ভেলোরে। ছেলে ভর্তি রয়েছে এক সপ্তাহ। সারাদিন একা একা সময় তার…