ওয়ান চিনা পলিসির আসল রহস্য – সদানন্দ সিংহ
ওয়ান চিনা পলিসির আসল রহস্য সদানন্দ সিংহ ওয়ান চিনা পলিসি বা এক চিন নীতি ব্যাপারটি মূলত তাইওয়ানকে ঘিরেই রচিত হয়েছে। ১৯৪৯ সালে চিন কমিউনিস্ট বিপ্লব এবং গৃহযুদ্ধের শেষে পরাজিত জাতীয়তাবাদী কুওমিন্টাংরা পিছু হটে তাইওয়ান দ্বীপে চলে আসে এবং নিজেদেরকে চিন প্রজাতন্ত্র বলে ঘোষণা করে যখন বিজয়ী কমিউনিস্টরা গণপ্রজাতন্ত্রী চীন হিসাবে মূল ভূখণ্ডে শাসন করা শুরু করে। গণপ্রজাতন্ত্রী চিনের দাবী তাইওয়ান চিনের অবিচ্ছেদ্য অঙ্গ, আর এখান থেকেই এসেছে এক চিন নীতির কথা। তাই শক্তি প্রদর্শন করে চিন প্রতিটি দেশের কাছে…