অজিত দেবনাথের কবিতা
বৃষ্টি অজিত দেবনাথ অনেকদিন পর আকাশ থেকে বৃষ্টি ঝরল তারপর জলপ্রপাতের মতো হলুদডুবানো বিকেলবেলাকে খেদিয়ে সীমান্ত পার করে দিল পাখির ডানার মতো ঝাপটাতে-ঝাপটাতে আমলকি বনের ছায়ায় হারিয়ে যায়। আমার ভ্রষ্ট সচলতা মেঘের ইশারায় রাগিণীর চাদর গায়ে জড়িয়ে নিষ্করুণ সন্ধ্যার কপালে তিলক পরিয়ে যায়। অনেকদিন এমন আগুন ঝরানো বৃষ্টি দেখিনি বৃষ্টির স্তবকে-স্তবকে দেশ-বিদেশের কত গোলাপরঙের ফুল ফুটে ওঠে মনের গালিচা ভরে ওঠে আপ্লুত আহ্লাদে আমি দূরে সরে যাই বিচ্ছেদের আকাশ ভরে ওঠে সর্বাঙ্গ রূপের শূন্যতায় বিদায় বেলার মুহূর্তে এত প্রাণের…