বাড়ির কম্পিউটার – সন্তোষ উৎসুক
বাড়ির কম্পিউটার (ছোটোদের গল্প) সন্তোষ উৎসুক শেখু শৈশব থেকেই গাড়ি পছন্দ করত। টিভিতে গাড়ির রেসিং দেখে শিহরিত হত। বাজারের দোকানের শোকেসে সাজানো ছোট বড়, রঙিন গাড়িগুলি তার কাছে একটা সুস্বাদু চকোলেটের মতো মনে হত। যে গাড়িটি সে পছন্দ করত তা তার বাবাকে কিনতে বলত। এভাবে তার কাছে কয়েক ডজন গাড়ি জমে গেছিল। নীল, হলুদ, লাল, সাদা রেসিং গাড়ি, পেট্রোল গাড়ি, জিপসি, অ্যাম্বুলেন্স ইত্যাদি। যখন তার বাড়িত কোনো সহপাঠী বন্ধু আসত, তখন সে তাদেরকে অত্যন্ত গর্বের সাথে তার…