গোবর্ধনের হাইকিং প্ল্যান – সদানন্দ সিংহ
গোবর্ধনের হাইকিং প্ল্যান (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ সাতসকালে আমার বাড়িতে উপস্থিত গোবর্ধনদা। আমি আর অবাক হই না। গোবর্ধনদার মাথায় নানা কথা খেলা করে। তাই বুঝে গেছি, রাতে-বিরেতে দিনে-দুপুরে গোবর্ধনদা যে-কোনো সময় এসে উপস্থিত হতে পারেন। এসেই গোবর্ধনদা বললেন, তোমাদের বাড়িতে একটা মই দেখেছিলাম। ওটা আছে তো ? বললাম, আছে তো। কেন ? গোবর্ধনদা জানালেন, আমাকে কিছুদিনের জন্য দাও তো ওটা। আমার খুব দরকার। তারপর আবার জানালেন, জম্পুই পাহাড়ে গিয়ে মজা করে কমলা খাব। আসলে দাদা আর আমি…