বুদ্ধের আগমন এবং যাওয়া – সন্তোষ উৎসুক
বুদ্ধের আগমন এবং যাওয়া সন্তোষ উৎসুক কিছুক্ষণ আগে শোনা গিয়েছিল মহাত্মা বুদ্ধ তাঁর দেশে আসছেন। চুরাশি হাজার প্রতিমায় তাকে আসতে হতো, হয়তো আসতেন। আমি কোথাও পড়েছিলাম যে এই স্কিমটি কয়েক বছর সময় নিতে পারে। মানুষের আদর্শিক সংকট যেকোনো ধরনের ক্ষুধার সংকটের চেয়ে বড়। এই সংকট যদি বুদ্ধের জন্য জোর দাবি তোলে, তাহলে মূর্তির সংখ্যা বাড়তে পারে, কমানো যাবে না। দেশে হয়তো বুদ্ধের চিন্তার দরকার নেই, মূর্তির খুব দরকার। প্রতিমুহূর্তে সব ধরনের প্রতিমা ও মূর্ত ভাবনার চাহিদা বাড়ছে। বুদ্ধের চিন্তা…