ঋণের বসন্ত – সন্তোষ উৎসুক
ঋণের বসন্ত সন্তোষ উৎসুক গত রাতে আমার বাড়ির সামনে পোস্টার-সদৃশ বিজ্ঞাপন টাঙানো হয়েছিল। যেখানে জনসাধারণের কাছে এসে স্বর্ণঋণ নিয়ে বাড়ি তৈরির আমন্ত্রণ জানানো হয়েছে। আশ্চর্যের বিষয় এই যে, এই ঋণ বিতরণকারীরা এখনো বুঝতে পারেননি যে, কোনো ব্যক্তি বিশেষ করে নববিবাহিত ব্যক্তি বসবাসের জন্য বাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য ঋণ নেন না। যে বাড়িতে আমরা বাস করি সেই ঘরকে গৃহিণীরাই বানায়। ঘর সবার দেখা যায়, ঘর কোথায় দেখা যায়? আপনার মূল্যবান গহনা বন্ধক রেখে একটি বাড়ি কেনার অফার৷ কতই…








