
দৌড়ঝাঁপ
সনজিৎ বণিক
সবুজ ঘাসের মতোই জীবন
কালো মেঘে ঢাকা
চাঁদের মতোই জীবন,
তপ্ত বালিরাশির ভেতর সূর্যের মুখ গুঁজে পড়ে থাকার মতোই জীবন।
ধুলোয় বালিতে বাতাসে গড়াগড়ি যাওয়ার মতোই জীবন।
প্রতিটি মুহূর্তের বুকে মাথা পেতে চলতে শেখার নামই জীবন ।
তোমার নরম তপ্ত বুকে মাথা গুঁজে পৃথিবী খুঁজে ফেরার নামই জীবন।
জলবায়ু ও উত্তাপের ঝর্নাধারায় গা ভাসিয়ে শহর পরিক্রমার নামই জীবন।
কর্মের ভেতর ধর্ম মেনে সময় যাপনের নামই জীবন।
সুখদুঃখ কান্নাহাসির গভীরে ডুবে যেতে যেতে ভেসে ওঠার নামই জীবন।
রোজই আমাদের পথচলা,
কেবল চলতে শেখা, উড়তে শেখা মেলামেশার ভেতর,
সব ছাপিয়ে এই শরীর এই জীবন হাতের মুঠোয় নিয়ে বলের মতো দৌড়ঝাঁপের
নামই জীবন।
প্রেম কথা
সনজিৎ বণিক
প্রেমে আদিরস অন্তরস বিরাজমান,
পাখির হৃদয় গলে বরফ;
ঠান্ডা স্রোত মস্তিষ্ক থেকে বুক বেয়ে মৌখিক অভিব্যক্তিতেও বড়ো সুন্দর।
পাশেই বসা সে পাখি
তার চোখ হাসে মুখ হাসে
হাসে আরো কতো কী,
ভালোবাসা জল ছোঁয় মন ছোঁয়
ছোঁয় তার চিবুক,
গাছের ডালে বসে গান গাইতে বড়ো সখ পাখির;
আর গাছের নিচে বসে বকবক আর বুক করে দুরুদুরু,
আদিরস অন্তরস চোখে মুখে খেলে
আর মন গলে বারবার।