সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

বিশ্বায়ন

সদানন্দ সিংহ

গহিন বনে ঝাড় দিয়ে, এক পাকাপোক্ত জমিনের সৌধ নির্মিতি
সে এক গভীর কৌশল, এক চক্রবৃদ্ধি, এক কূটনীতির বিশ্বায়ন

জানি, এতে তোমার কিছুই এসে যায় না, কার কী আর এসে যায় !
কিন্তু আমার এসে যায়, ধীরে ধীরে আজ পাখনা মেলেছে দেশজ পাখি

উষ্ণতার বালিতেই ফোটে মধ্যযুগের চিত্রবিচিত্র, নিচে নাকি লবণাক্ত জল,
লুক্কায়িত সামুদ্রিক ভেষজ, লুক্কায়িত লোকসমাজ, ফেলে রাখা কোনো অচল পয়সা

আজ সে অচল পয়সারও দাম বেড়ে গেছে, বহুগুণ, ককটেল সমাজ
এখানেই নীহারিকা গিয়েছিল এক গোপন হাটে, নিজেকে বিকোতে

আমাদের সেলুলয়েড এখনো ঘোরে, বৃত্তকে প্রদক্ষিণ করে দিনরাত আর
বাঁশকান্দির ভারে ঝলসায় মুক্ত কাঁধ, তবু জলসাগরের ঘ্রাণ খুঁজি