অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তীর কবিতা

এখন

অভিজিৎ চক্রবর্তী

আমাদের কিছু নেই শুধু মব
চারপাশে হেঁটে যায় শব
আমাদের কিছু নেই শুধু রীল
ভিউয়ার বাড়ানো অনাবিল

আমাদের কিছু নেই শুধু দ্বেষ
ভেঙে দেওয়া ধ্বংস করা, রেষ
জ্ঞানী থেকে এক পাতা আমি জানি
মানী থেকে দুই পাতা আমি মানী
আর সব তৃণাদপী, টানাটানি

আশঙ্কার ঘুম বাড়ে রাতে
সাপের মণির মত মূল্যবান লাশ বেড়ে ওঠে
ভয় লাগে পাহাড়ের ছেলে এলে সমতলে 
কিংবা সমতলের কেউ পাহাড়ে গেলে!