সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

এক বগ্‌গা

সমর চক্রবর্তী

যে কোন কবিতার আসরেই
হাতে মাইক নিয়ে সে ঘোষণা দেয়
আমার মতো প্রিয় অন্য কোন
কবি-বন্ধু নাকি নাই তার।
হলভরা কবিতার আসরে

উপস্থিত সমস্ত কবিরা
অথবা সে নিজে কিন্তু
আমারো যে কিছু বলার আছে
তা নিয়ে কোন প্রশ্নই করে না।
হাততালির শব্দে ফেটে পড়ে ঘর।

রাজ্যের সমস্ত মিডিয়ায়
প্রকাশিত হয় — সর্বকালের
শ্রেষ্ঠ এই কবিতার আসর।
সমস্তই আমি শুনি।
শুধু আসরে আমারো ডাক পড়ে না

পবিত্র থাপ্পড়

সমর চক্রবর্তী

আষাঢ়স্য প্রথম দিবসে
মানতের বিষ্ণুপূজা করে
পুরোহিত চলে গেলে,
শ্যামাঙ্গী তার মাথায় ঘাড়ে
পিঠে এমন কি জামার
ভিতরের উঁচু হয়ে থাকা তার
ব্রেসিয়ারের হুকটা স্পর্শ করে
পুরোহিত কি মন্ত্র পড়ে গেলো
সে কিছুই বুঝতে পারে না।
এক অসহ্য ক্রোধে শুধু তার
গাল দুটো হয়ে উঠে
ভয়ংকর লাল।