গচ্ছিত সেই ১০০০০ টাকা
সমর চক্রবর্তী
শরীরটা প্রথমেই হঠাৎ
শিরশির করবেই !
অন্ধকারে জ্বলজ্বল করা দুটো চোখ
রহস্যময় – আবদ্ধ একটা খাঁচার মতো
দোকান ঘেরা সেই তারের বেড়ায়।
তাকালেই দমবন্ধ হয়ে মনটা সোজা
চলে যেতে চাইবে বাইরে — ঐ খোলা বারান্দায়।
হু হু হাওয়া — উচ্ছল সবুজের ঢেউ —
বাইরেও কি এই ঘেরাটোপ থেকে
গ্রাহকের মুক্তি আছে কিছু ?
ছড়ার টলটলে জলে পা ধুয়ে
‘বীর-বিরসা’র মূর্তি ছুঁয়ে এলেও,
গোপনে সেই লেনদেনের কথা
কলকলি করে সহি সংখ্যা সমেত
পৌঁছে যায় লঙ্গাই অন্তর্জালে।
আর লোকালে অপেক্ষা করে
নির্বাচিত স্মার্ট পকেটমার।