উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড – সদানন্দ সিংহ
উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড সদানন্দ সিংহ একশজন লোককে যদি জিজ্ঞেস করা হয়, সুইজারল্যান্ড বলতে আপনি কী বুঝেন ? সত্তর ভাগ লোকই হয়তো বলবেন, সুইজারল্যান্ড চিরবসন্তের দেশ। রোমান্টিকতায় ভরা মনের কাছে এটা কোনো মিথ্যে উত্তর নয়। অনেকে সুইজারল্যান্ডকে চিরশান্তির জায়গা হিসেবেও দেখেন। কিন্তু আপনি কি জানেন যে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সুইজারল্যান্ডের মত কিছু জায়গা আছে যেখানে আপনি হয়তো সুইজারল্যান্ডের মত অনুভূতি পেতে পারেন এবং শান্তিতে অবকাশ যাপন করতে পারেন। এইরকম কিছু জায়গার কথা এখানে বলা হচ্ছে। ১) আউলি আউলি “ভারতের স্কিইং রাজধানী”…