চুপিচুপি ‘চুপি’ ঘুরে এলাম – সুদীপ ঘোষাল
চুপিচুপি ‘চুপি’ ঘুরে এলাম সুদীপ ঘোষাল আমার এক বন্ধু পক্ষীপ্রেমী। তিনি মাঝে মাঝে পাখি দেখে বেড়ান সবুজ পোশাক পরে। আমি জিজ্ঞেস করি, সবুজ পোশাক কেন? বন্ধু বলেন, সবুজ রংকে পাখি ভয় পায় না। কারণ ওরা তো সবুজের সন্তান। আমি ওদের কাছে গিয়ে পর্যবেক্ষণ করি আর লিখে রাখি হৃদয়ের পাতায়। বন্ধু বললেন, চলো আমরা চুপিচুপি পাখিরালয় চুপি যাই। পূর্বস্থলী কাটোয়া থেকে বেশি দূরে নয়। হাওড়া থেকে পূর্বস্থলী রেলস্টেশনে নেমে টোটো চাপতে হবে। টোটোয় চেপে, চুপি গিয়ে দেখি খুব ভিড়। পূর্বস্থলী…