মেঘ-বৃষ্টি-রোদ
শুভেন্দু দাস
প্রবলভাবে বেঁচে থাকার
প্রগাঢ় সব ইচ্ছেগুলো
মনখারাপের মেঘলা দিনে
আকুল আমার হৃদয় ছুঁলো।
মনখারাপের মেঘ কেটে যেই
অঝোর ধারায় বৃষ্টি নামে;
খুশির প্লাবন দু-কূল ভাসায়
নিশীথ রাতের মধ্যযামে।
মেঘ-বৃষ্টি-প্লাবন শেষে
আকাশ জুড়ে রোদের হাসি;
বৃষ্টিস্নাত খুশির দিনে
ইচ্ছে তোমার কাছে আসি।
ছবি
শুভেন্দু দাস
অস্তিত্বের ব্যাপ্ত আকাশে
জীবনের খোঁজে হন্যে;
ভাবনা-স্মৃতির টুকরো কোলাজ
স্বস্তি তোমার জন্যে।
রংতুলি হাতে দাঁড়িয়ে
নির্বাক আমি স্থাণু;
সাদা ক্যানভাস তির্যক হাসে
উন্মাদ নতজানু।
জলরং নয়, তেলরং নয়
মাধ্যম হবে কোনটা–
সেই ভাবনায় অস্থির আমি
বিভোর আমার মনটা।
বিষয়বস্তু বিপুল বিশাল
ক্যানভাস বড়ো ছোটো;
দু-চার তুলির আঁচড় পড়তে
ফুরোয় রঙের কৌটো।
মনবেড়ি
শুভেন্দু দাস
কোনো বেড়ি আর নেই তোর দুই পায় ;
ছিঁড়েছিস তুই আপন প্রচেষ্টায়।
তবে কেন তুই এখনো দাঁড়েই বসে ?
ইচ্ছেডানার পালক গেছে খসে।