মোড়ক
শুভেশ চৌধুরী
১
আমার বাড়িটি আমার একটি মোড়ক
আমার
স্ত্রী
পুত্র
সন্তান পরিজনও
মোড়ক এর ভিতরে আমাদের
পরিচয়
লুকিয়ে আছে
২
মোড়ক-এর ভিতরে যা আছে
তার দাম বেশি
গোপনীয়তার দাম
৩
দিনের আলো
সব মোড়ক
খুলে ফেলে
রাতের অন্ধকারে নতুন নতুন মোড়ক
তৈরি হয়
৪
আত্মা মোড়ক-এর ভিতর থাকে
আত্মা মোড়ক-এর ভিতরে থাকে