হামিদুল ইসলামের কবিতা

গুলবাগ

হামিদুল ইসলাম

শরীরে বিদ‍্যুৎ
তারে তারে অসহায় অভিগমন
সারারাত সিঁড়ি ভাঙা তরজা। সারারাত অনুস্বর স্বপ্ন যাপন।

স্নায়ুতে শত অভিযান
প্রতিটি লহমায় অকারণ উত্তেজনা
ঈশান কোণে মেঘ জমে জমে এখনো কালপুরুষ।

অশনি সংকেত প্রতিটি বার্তায়
বেআব্রু জীবন আঁকি খেলাঘরে
হৃদয়ের শেষ স্বপ্নটুকু বারবার শুষে নেয় কামনার দেবদূত।

পাক্ষিক জোছনায় ভাঙে বুক
নৈঃশব্দ্য আকাশ
প্রতিদিন হৃদয়ের মৃত‍্যু গুনে রাখি চেতনার গুলবাগ।

গোলাপ

হামিদুল ইসলাম

 

কথা দিয়ে কথা রাখি
মধ‍্যবিত্ত উপল
আমার দীর্ঘশ্বাস হেঁটে যায় রোজ। জেগে ওঠে ঘুমবাগান।

অহেতুক পুতুলকে সাথী করি
মৌন মিছিলে হাঁটি পরস্পর
মহুল বনে পড়ে আসে হাওয়া। বৃষ্টি নেই তবু জলের তছনছ।

হাসনুহানায় চুমু মাখি
শীতের কম্বলে সাজাই বিছনের জমিন
বিষণ্ণ চিল বুকের খাঁচা ভাঙে। ক্রন্দসী হিজাব কবুল।

ঘরে ফেরে হিরণ্ময় পাখি
চারদিকে সাঁঝের কারুকাজ
ণিজন্ত গোলাপের কাঁটায় আটকে যায় গ্রীক আইল‍্যাণ্ড
স্কাইরাসের লম্বা লাইনে অগণিত শোষিত মানুষ।