দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

একখানা মেঘ

দেবাশিস মুখোপাধ্যায়

মেঘকে সিঁদুর পরার পর খুব ভালো
লাগছে। চোখ ফেরাতে পারছে না
আকাশ। বৃষ্টি পর্বের পর মেঘ ফিরে
যাবে। ফুলশয্যার পর কালো চুলের ঢল নামা মুখটা যেন হয়ে যাবে ডাকের সাজ আর ঘামতেল দেবার পর প্রতিমা।
কিন্তু আবাহনের পর বিসর্জনের জন্য
প্রস্তুত ছিল না কেউ। একলা মেঘকে সাজিয়ে কালো চুলের দেশে সবাই ঢেলে দিল সিঁদুর।


একটি অসম্পূর্ণ লেখা

দেবাশিস মুখোপাধ্যায়

একটা জোছনার গায়ে আগুন লাগলে
অন্ধকারও গান ছড়াতে পারে না
পোড়া চামড়ার অস্তিত্ব না থাকায়
ছাই বুঝে নেয় বার্ণল এখানে গুরুত্বহীন

পলাশের ছবি আপলোড করার পর
নিহত ফুলের কাছে তোমার মেহেন্দী হাত
কোথাও সেলফির ভিতর সেলফিস গন্ধ
দখিনা বাতাস চিনে নেওয়ার আগে
অঙ্গার শব্দটি পুরনো নাটকের ডায়ালগে

পশুখামারটি ঠিক কোথায় কেউ বলছে না
এই অক্ষমতার বিরুদ্ধে হাঁকডাকও‌ নেই
নীরবতা পালনের উপর মোমবাতি না জ্বলায়
দেশলাই কবিতাটির আবৃত্তি আপাতত
শান্তিকল্যাণের চাপে স্থগিত রাখা হল‌


দুপুরে

দেবাশিস মুখোপাধ্যায়

একটা কালো কড়াই
ফুটিয়ে গলিয়ে তুলছে আমার বেরোবার ইচ্ছেকে
হাওয়া এসে জানালায় শব্দ করে
ছিটকিনি তুলে দিলে
একটা আস্ত ঘর বিশাল মুখে
পুরে নিচ্ছে গোটা আমিকে
আসলে এখন ঘরটাই মালিক
তার হুকুম ছাড়া বৃষ্টিও ঢুকতে পারে না
তার পেটে আমি হাঁপাই আর হাঁপাই
কে শুনছে !