ব্রতীন বসুর কবিতা

ব্রতীন বসুর কবিতা

জন্মদিন

ব্রতীন বসু

দূর গ্রামের রেল স্টেশনটায় রাত আসে
খোলা আকাশ
কখনো চাঁদ বা তারা অন্ধকারে অমৃত ঢালে
মানুষ কম তাই অপেক্ষা আরও কম
রেলগাড়ি দেশলাই কাঠি জ্বলার মত
আসে, নিভে যায়।
রেললাইন আর প্ল্যাটফর্ম
যতদূর চোখ যায় মাটিতে ঘাসে মিশে থাকে।
সুখ নেই দুঃখ নেই নির্জনতায় পাশে থাকে।
বন্ধুত্ব কেমন হয়, কি ভাবে হয়,
কে জানে কে বোঝে ছাই
আমি ব্যস্ত জীবনে যাবার পথে
ফস করে জ্বলে ওঠা ট্রেনের জানালা দিয়ে
শুভ জন্মদিন বলে যাই।