সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

ফাঁক

সমর চক্রবর্তী

বন্দুকের ধর্মই হলো
সবাইকে খুন করে ফেলা
শহরের মোড়ে মোড়ে,
বেদীতে নল উলটে দিব্বি
তার বিষাদের অভিনয় …
আমাকে প্রতারিত করে !