প্রভঞ্জন ঘোষের কবিতা

প্রভঞ্জন ঘোষের কবিতা

অন্দরে

প্রভঞ্জন ঘোষ

চোখের দেখাই দেখি
যা বোঝার তা বুঝি
চন্দ্র দেখি, সূর্য দেখি
দেখি নীহারিকা,
তার‌ও নীচে
নীল আকাশের
কোন্ অজানা কোণে
কি যে গ্রহ, কি যে তারা
বিরাজে সেখানে
কেউ কি তাহা জানে?

ঢেউও দেখি, জলও দেখি
দেখি অযুত ফেনা,
হাঙর দেখি, কাছিম দেখি
কাঁকড়া, মৎস্য নানা
তার‌ও নীচে, আরও নীচে
মহাসাগর তলা
কি থাকে, কি নাই বা থাকে
কেউ কি জানে মেলা!

হাসি দেখি, ঠাট্টা দেখি
দেখি রসিকতা
মনখোলা, প্রাণখোলা দেখি
গল্প, কত কথা!
তার‌ও নীচে, আরও নীচে
আরো বুকের নিচে
কি যে থাকে ফাঁকে-ফাঁকে
শরীরের অন্দরে
ধরার মাঝে, কে বা বোঝে,
কেউ কি বলতে পারে?