
নিশুতি
সমর চক্রবর্তী
তিন চার রকমের
ফুল দিয়ে দীপা
বাড়িটা সাজালেও,
জবা ফুলই বেশি পছন্দের।
তাও আবার ভরাট পাপড়ির
সহস্র মুখ জবা। কিন্তু
রোজ রোজ তা চুরি করে
পাড়ার পুরোহিত! তা দিয়ে
সে আসন সাজায়।
টুং টাং ঘন্টা বাজায়।
আমাদের সমস্ত পূজাতেই
ফুল চুরি শিখে ফেলে
গ্রাম ও শহরের ছেলেরা।
এটা ধর্মীয় ব্যাপার
আমার শহর থেকে দূরে সরানো হয়েছে কেন্দ্রীয় জেল।