সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

শেষেরটুকু

সদানন্দ সিংহ

হেমেন কি কোনো লোকের নাম হয় ?
হলেও কার কী এসে যায়
জমিন হয়তো কোনো গানের সুর নয়
হলে কিন্তু বেশ হয়
মালকোশ রাগ ঝরে পাতায় পাতায়

আমাদের রাষ্ট্রীয় বাগানেও থাকে এক জবানকোশ
আবার সে জবান থেকে যায় ঝোপ ঝাড় অরণ্যে

যার শেষ ভালো তার সব ভালো
আর যার সব ভালো তার শেষও ভালো
এসব কিছু বুঝে নিতে নিতে
বিকেল যে কেবল গড়িয়ে যায়।

শাল শিমূল কৃষ্ণচূড়া পলাশ সব ফেলে তখন
অরণ্যে রোদনেই কি অসার হয় ?

শুরুটাই হল না যার ঠিকভাবে
শেষেরটুকুই যা খেলায়, হেলায় হেলায়