
জন্মদিন
ব্রতীন বসু
যে জন্মদিন আজ আমার
সেদিন ওরা হয়ত জন্মায়নি
যারা আমাকে চেনে
ঘিরে থাকে আমাকে
যখন খুব আলোতে আমি অন্ধকার চাই।
আমার বালিশে,
আমার যাতায়াতের বিকেলে মোবাইলের কোণায়,
জন্মায় তারা।
যে জন্মদিন আজ আমার
তোমাদের কাছে আজ আমার জন্মদিন।
খুব গোপনে, আমি রোজ জন্মাই।