রহিত ঘোষালের কবিতা

রহিত ঘোষালের কবিতা

নরম মাটি

রহিত ঘোষাল

সামনে এক বাধা পড়ে গেল তো
    বাতাসের মতো উড়ে গেল স্মৃতি মুখের উপর দিয়ে
বিলম্বিত হয়ে গেল হলুদ বিজ্ঞাপন
    রূপকথা এসেছে অন্য মহাদেশ থেকে
এই ব্যাসার্ধ আমাদের অচেনা
    রাতের শাসন প্রতিষ্ঠা হল বুঝতে পারলাম
এমন হওয়ার কারণ বীজ
    পাশে একাকীত্ব
ঈশ্বর ঘুরে দাঁড়ালেন আমাদের দিকে তার মুখ
    সংজ্ঞা ফিরে পেল পরিশ্রমী চেহারার লোকটা
এরকম শহর আমার বহুদিনের চেনা
    হয়তো অন্য কোনও পথও আমার জন্য…
জানি না তাকে প্রতীক্ষা বলা যায় কিনা
    ওখানে কী তবে মৃদুমন্দ বাতাস
জ্বলন্ত সিগারেটের মতো ক্যাফে
    মাউথঅর্গান
ক্ষুধার্থ ফণিমনসা দুর্ধর্ষ হয়ে আছে
    ওই যে উড়ুক্কু দেহ
শরীরস্রাব ধুতে ধুতে তাকায় আমার দিকে
    ওকে আমি চিনি খুব
বিভীষিকা নরম মাটি খুঁড়ে তোলে
    কাঁখে বেদনার রাতবিরেত মাখামাখি
অসতী তোমায় ভালো লাগে
    নিসর্গ প্রেমিকাকে বলিনি অথচ
জল্পনা প্রবীণ এখন জেল্লা অনেক
    ডিসপেন্সারি কটায় খোলে রোববার
সুখে লজ্জা থাকে অসুখে থাকে কি
    শ্বাসপ্রশ্বাসে ধসছাড়া চিত্তচাঞ্চল্য
ক্লান্ত অগোছালো তবু সমুজ্জ্বল পাহারা
    প্রিয়ার ঠোঁটের কাছে