
কমলাকান্ত
সদানন্দ সিংহ
কমলাকান্ত, একদিন তুমিই তো বলেছিলে
শেষ থেকেও সব শুরু করা যায়
গাঙচিলের ছোঁ মারা ফ্রিজ করা যায়
মেঘে ঢাকা আকাশেও তারা দেখা যায়
খালপাড়েও সাতরঙা ঘর করা যায়
কেউ কেউ টের পায় — এক গভীর জলে
বেহুলার ভেলা চলে কোন্ সে অতলে
সাহস জোগায় এক অচিন মাঝি আর
পালতোলা নৌকোয় পথ হারায় রহিমচাচা
বারো মাস জুড়ে এখন অসংখ্য পার্বণ
তার মাঝেই তিলোত্তমার অসংখ্য চিতা জ্বলে
তবুও বলো, চিৎকার করে বলো, শীৎকার করে বলো
কিংবা বলো নিঃশব্দে,
আজীবন শব্দের কী মানে খুঁজে বেড়াও ?
কমলাকান্ত, তুমি কি আজ সত্যিই ক্লান্ত ?