সনজিৎ বণিকের কবিতা

সনজিৎ বণিকের কবিতা

নতুন রাস্তা

সনজিৎ বণিক

হাহাকারের জীবন দেখতে দেখতে যে যুবক হন্যে হয়ে খুঁজে ফেরে জীবিকার রকমফের
এবং তার সাহসই তাকে খুলে দেবে বেঁচে থাকার অধিকার ও নিষ্ঠার নতুন রাস্তা, যে রাস্তা জুড়ে জেগে রবে জগতের হাজার কোলাহলের ছবি, ভালবাসা ও বেদনায় আঁকা সংসারের হালচাল, আজ এই রকম হাজার যুবক যুবতির স্বপ্ন আঁকতে সমবেত কর্মময়তার রাস্তা জুড়ে হেঁটে যেতে হবে সারাজীবন আমাদের, পতনের শব্দ কোলাহল মুছে দিতে হবে অঙ্গীকারের নতুন ভাষা ও জাগরণের তৎপরতায়।
নীল আকাশের স্বপ্ন দেখতে দেখতে জেগে থাকার সময় আজ।
হে মহাজীবন জেগে ওঠো ও জাগিয়ে রাখো আজ।

গোপন কথা

সনজিৎ বণিক

কী কথা বললে তুমি  শুনিনি আমি,
চোখের যাদুতে ধরে ফেলেছি কথার বিনুনি।

সত্যিটা আর না-ই বললাম জমা থাক আজ বুকে,
চমক ঠমক দুটোই চলুক কথা বলবো না মুখে।

চোখের হাসিতে লুকিয়ে রেখেছো স্বপ্ন পুরাণ কথাকলি,
ভালোবাসায় এ রকমটি বড্ড জরুরি।

আশার বুকে ঘুমিয়ে থাকো  খোঁজো যা প্রাণের জোয়ার,
মায়ার বাঁধনে জড়িয়ে রাখো
গোপন অহংকার।