আমি বলি ভাল – ব্রতীন বসু

আমি বলি ভাল – ব্রতীন বসু

আমি বলি ভাল        (অনুগল্প)
ব্রতীন বসু

এক বন্ধু গান লেখে, গান গায়। আমায় পাঠায়, বুঝি না বিশেষ, বলে দিই — ভাল।
কেউ কিছু উপহার দিলে, বলে দিই — ভাল।
কেউ ঘর সাজিয়ে ডাকলে, বলি — কি সুন্দর, খুব ভাল।

কারুর রান্না খারাপ বলি না, ভাল শুনতে সবার ভাল লাগে।

হপ্তাখানেক আগে আমার এক প্রিয় বান্ধবী কবিতা লিখে পাঠাল আমাকে।
মজার কথা, জানতে চাইল না কেমন হয়েছে।
তার ছেলে প্রীতমকে নিয়ে লেখা, দু বছর আগে ছেলেটা আর একটা ছেলের সাথে প্রেম করে বাবা মার আপত্তির উত্তরে তাদের মুখ দেখবে না বলে বিদেশে চলে গেছে।

আমি বন্ধুকে ফোন করে বললাম, খুব খারাপ লাগছে রে। তোর লেখাটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল।
পাঁচ দশ মিনিট কথা হল, ভাল কিছুই ছিল না তাই মনের অনেকটা জুড়ে অনেকদিন থেকে গেল।