যেদিন সময়ের সময় হবে না আসার
ব্রতীন বসু
অনেকদিন কথা হয় না সময়ের সাথে।
সময় ভোরবেলার সবুজ চায়ের কাপটার পাশে এসে চুপ করে বসে থাকে কিছুটা,
আমি ঘড়িতে ব্যস্ততা দেখি,
যাবার সময় বলে যায় কাল হয়ত আসব আবার।
রাতে ঘুমতে যাবার আগে ভাবি কিছুই তো দেওয়া হল না
বলা হল না কোন কথা তাকে।
কাল আসবে তো অপেক্ষায় চোখ বুঝি।
এইভাবে একদিন সময়ের খুব অভিমান হবে,
আর আসবে না, ভোরে রাতে কখনো।
সেদিন আমার অনেক কিছু বলার থাকবে জানি
আমি যাবো আগুনের রাস্তা ধরে তার কাছে।