প্রভঞ্জন ঘোষের ছড়া

প্রভঞ্জন ঘোষের ছড়া

শাপে বর

প্রভঞ্জন ঘোষ

চাঁদের কালো চাঁদ ছাড়ে না-
কালির কাজল চোখে টেনে
চন্দ্র মুখটি ভরিয়ে তোলে
মুখের শোভা আরো চতুর্গুণে।

বাঁশির ছিদ্র বাঁশ ছাড়ে না
তাতেই হাওয়া চালান ক’রে
সকল বাঁশি প্রাণ ভ’রে দেয়
মনমাতানো মধুর সুরে-সুরে।

ফলের আঁটি ফল ছাড়ে না
তাল তথা আম তাতেই খাঁটি
তাইতো দেহ যায় না ভেঙে
আছাড় পেয়ে স্পর্শ ক’রে মাটি।

খাটের নিদ্রা খাট ছাড়ে না
তাতেই দেহ আঁকড়িয়ে ঘুম সোজা
সকল চিন্তা, সকল ব্যথা
এক নিমেষে দূর ক’রে হয় তাজা!