টেলিপ্যাথি
সদানন্দ সিংহ
এই তোর সুসময়, বিস্তারিত অবগাহন
আর ধান ভানতে শিবের গান
আর আমি এই চরাচরেই আটকে আছি।
চিনচিন বেদনার সংকটময় সময়
এক হাত দান কবে মেরে বসে আছি
সুশীতল স্থান — কোথায় কেন কবে
আর ভাবি না
ভাবি না আর কোনো গুপ্ত অসম্পৃক্ত কথা
কিংবা সাজানো মরূদ্যান
জাগতিক চিন্তায় কাটানো জীবন, রক্তমাংসে গড়া
পথ চলে গেছে বহুদূর, এক অজানায়
বন্ধু, আমার এই টেলিপ্যাথি কি শুনতে পাচ্ছো ?