সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

যাপন

সমর চক্রবর্তী

হে করমের গাছ!
দিনের শেষে ক্লান্ত হয়ে
রোজ রোজ, যতবার
আমি তোর কাছে আসি;
মুখ ফুটে বলা প্রতিটি কথা
আশ্চর্য গান হয়ে উঠে!
আর পা বাড়ালেই শুরু হয়
আমাদের সমবেত নাচ।

আমি আর কখনো
যাবো না শহরে।