যাপন
সমর চক্রবর্তী
হে করমের গাছ!
দিনের শেষে ক্লান্ত হয়ে
রোজ রোজ, যতবার
আমি তোর কাছে আসি;
মুখ ফুটে বলা প্রতিটি কথা
আশ্চর্য গান হয়ে উঠে!
আর পা বাড়ালেই শুরু হয়
আমাদের সমবেত নাচ।
আমি আর কখনো
যাবো না শহরে।
যাপন
সমর চক্রবর্তী
হে করমের গাছ!
দিনের শেষে ক্লান্ত হয়ে
রোজ রোজ, যতবার
আমি তোর কাছে আসি;
মুখ ফুটে বলা প্রতিটি কথা
আশ্চর্য গান হয়ে উঠে!
আর পা বাড়ালেই শুরু হয়
আমাদের সমবেত নাচ।
আমি আর কখনো
যাবো না শহরে।