সমীকরণ A+B-C – সদানন্দ সিংহ

সমীকরণ A+B-C – সদানন্দ সিংহ

সমীকরণ A+B+C     (অনুগল্প)

সদানন্দ সিংহ

ভোলাবাবু এবং চিত্তবাবু দু’জন দু প্রান্ত থেকে আসছিলেন। কাছে এলে মুখোমুখি দু’জনের দেখা হয়ে গেল। আসলে ভোলাবাবুর পড়শি চিত্তবাবু কিংবা বলা যায় চিত্তবাবুর পড়শি ভোলাবাবু। দু’জনেই একসময় সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড। প্রায়সময়েই দু’জনের মধ্যে দেখা হলে বেশ কিছুক্ষণ আলাপ-সালাপ হয়। আজও হল।
ভোলাবাবু বললেন, কেমন আছেন ? শরীর-টরীর ভালো তো ?
চিত্তবাবু উত্তর দিলেন, এ ক’দিন যা গরম পড়েছে। বৃষ্টি হলেই বাঁচি।
ভোলাবাবু হাসলেন, অবশ্য আমাদের এখন ভালো থাকারও উপায় নেই। দিনে দিনে বয়স যে বেড়েই চলেছে।
— বৃষ্টি যে কবে হবে বুঝতেই পারছি না। আকাশে কোন মেঘও নেই।
— আমি তো কম খেয়ে সুগার কন্ট্রোল করার চেষ্টা করছি।
— হ্যাঁ, আমি দিনে কয়েকবার স্নান করছি। আমার গরমটা একটু বেশি লাগে, ব্লাডপ্রেসারটা ইদানীং একটু বেড়ে গেছে কিনা।
— কিছুদিন আগে আমি ব্লাডটেস্ট করিয়েছি। ক্রিয়েটিনিন লেভেল, সীমা ছুই ছুই করছে।
— আমার ব্লাডপ্রেসারটা ঠিক কন্ট্রোল হচ্ছে না। ওষুধপত্র অবশ্য চলছেই।
— তা কোথায় গেছিলেন ? বাজারে ?
— না, যাইনি। বাজারে গেছিলাম।
— ওঃ আমি ভাবলাম বুঝি বাজারে গেছিলেন। ঠিক আছে, চলি। বাজারে যাবো।
— আচ্ছা চলি। দেখা হবে।
অতঃপর দু’জন দু’দিকে চলে গেলেন। নিজ নিজ আবর্তে।

পাঠকগণ, কিছু বুঝলেন ?
(Hints: A=KALKETU, B=(-)KETU, C=A)