স্বপ্নের সিঁড়ি
রণজিৎ রায়
কবে আসবে তুমি ?
তোমার আগমনের প্রত্যাশায় কপাট খোলা রেখে
খোলা জানলায় পথ চেয়ে আছি
বাতাসে বৃক্ষের পাতা কেঁপে উঠতেই
হৃদয় খুলে প্রহর গুনি
প্রহরের পর প্রহর অভিমান বরফের মতো
জমে পাথরের মতো নিরেট হতে থাকে।
বিজ্ঞানীরা বলছে পৃথিবীর আয়ু ফুরিয়ে আসছে
তোমার আমার কী হবে
অন্য একটি জগৎ বিজ্ঞান মানে না
তুমি কি বিশ্বাস করো
আমি বিজ্ঞান পড়েও দিব্যি মেনে নিই
প্রত্যাশায় উড়বো ত্রিভুবন অনন্তকাল ধরে।
শরীরের সান্নিধ্য কি সব সুখের উৎস
মনে দুঃখ এলে শরীর অথর্ব
মানুষ বায়বীয় পথে এগিয়ে যায়
পড়ে থাকা শরীর বিলাপের অশ্রুতে স্নান করে
তুমি নাইবা এলে সান্নিধ্যের পরিধিতে
স্বপ্নের সিঁড়ি বেয়ে ঠিক পৌঁছে যাবো প্রত্যাশার শিখরে !