বিশ্বজিৎ দেবের কবিতা

বিশ্বজিৎ দেবের কবিতা

আবাহন

বিশ্বজিৎ দেব

এসো তুমি, যন্ত্রণার অতৃপ্ত জহর
মরে গেলে যেরকম সব কিছু মনে হয়
প্রেমের শহর

এসো মুগ্ধতা, আমাদের এই সব
খুনোখুনি, না লিখতে পারার সারারাত যন্ত্রণা

এসো প্রতিরূপ, ফিরে না আসার দিকে
চলে যাওয়া প্রতিটি মুহূর্ত

আবলুশ ২

বিশ্বজিৎ দেব

ওহে দ্রবণিকা, এসো সিরিয়াল দেখি
হাত থেকে পড়ে গিয়ে কাচের গেলাস
খান খান কান্নাকাটি, বিহ্বলতা দেখি

এখন কি ভরা জুলাইয়ের মাস!
চলো আকাশপ্রতিভা দেখি, কাপালিকা
গুরু গুরু যামিনীর পলাতকা দেখি

আমাদের নয়নাভিরাম আবলুশ, এরকমই
পচে যাবে আঁশ, চকচকে
দয়াময়ী, জোৎস্নার ভক্তিবিলাস

চলো দ্রুমদল, অঘটন ঘটপটিয়সী, আমাদের তরণিকা হরণিকা, ভ্রম ও সর্প, ধর্মাধর্ম, ভুল পথ, যৌবনময়ী হিমের আড়ৎ, মরা চোখ, ষড়ঋতু, সামারের অবকাশ

চলো উড়ন্ত খাটাল, পিষে যাওয়া
চাকার দুর্মদ, দণ্ডনীয় অপরাধ
রুদ্ধশ্বাস ঝুলে পড়া দেখি!