তরঙ্গ
প্রভঞ্জন ঘোষ
তরঙ্গে মিশিয়েছো ব্রহ্মাণ্ড
আমরা অপোগণ্ড
সে তরঙ্গে যোগ করি না
বন্ধ করি লেনাদেনা
ভরিয়ে সকল অসার কণা
করছি লণ্ডভণ্ড!
ঝিঁঝিঁর ক্ষুদ্র মুখের থেকে
এক তরঙ্গ উঠে
জলতরঙ্গে নদীর বুকে
এক তরঙ্গ ছোটে।
এক তরঙ্গ পাখির মুখে
এক তরঙ্গ গাছের
এক তরঙ্গ শ্বাপদকুলের
এক তরঙ্গ মাছের
এমনি সকল শব্দকণা
নিত্য অবশেষে
তোমার অপার ইথার কণায়
নিখুঁতভাবে মেশে।
আমরা সুবোধ সুর ধরি না
সুচারুময় ঠিক মিশি না
কণায় কণা যোগ করি না
কেবল খণ্ড খণ্ড,
আপ্ত সদাই ব্যাপ্ত তোমার
তরঙ্গ অখণ্ড!