প্রভঞ্জন ঘোষের ছড়া

প্রভঞ্জন ঘোষের ছড়া

পূজো-পূজো

প্রভঞ্জন ঘোষ

ঘাসের ডগা         শিশির ফোঁটা
শরৎ ঋতু           শিউলি ফোটা।

ডোবা-পুকুর         শাপলা, শালুক
পুকুর-ডোবা         মাছের মুলুক।

সকাল-সন্ধ্যা         হীম-কুয়াশা
ঐ তাল গাছ         বাবুই বাসা।

সূর্য পাটে             রাঙ্গা আলো
মেঘ আকাশে       পেঁজা তুলো।

সন্ধ্যে নামে          তুলসি তলা
শাঁখের আওয়াজ   প্রদীপ জ্বলা।

বারান্দা-খাট         মাদুর পাতা
ভাই-বোন, পেন     শেলেট খাতা।

রাত্রি বাড়ে          শেয়াল ডাকে
ঘুমিয়ে কাদা        আওয়াজ নাকে।

ঢ্যাম্ কুড় কুড়      কাশের মেলা
পূজো-পূজো        মন উতলা!