সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

মন

সদানন্দ সিংহ

রুবি রায় বলে আমার কেউ ছিল না
তবু মনে পড়ে রুবি রায়কে বারবার

আমার হিমালয় বলে কিছু ছিল না
তবু মনে হয় গোটা হিমালয়টাই আমার

আমার কোনো গঙ্গাও ছিল না
তবু গঙ্গাতেই হয় আমার অতিবাহিত জীবন

এইভাবেই গোটা ভারতবর্ষ আমার স্বপ্ন হয়ে যায়


রহস্য

সদানন্দ সিংহ

ক্রমাগত দূরে সরে যাচ্ছে এখন এক স্পন্দন
চিত্রপটে আঁকা ছবি ধীরে ধীরে ফুটে ওঠে।

সুপার্ব প্রোজেক্ট, তাই স্বপ্নও একসময় বিকিয়ে যায়

দীনদয়ালের ঘরে ঢোকে আজব আতরদান
রাজ-রাজড়ার গল্প শানায়
তামাশায় মত্ত গুরুকুল, সুগন্ধ ছড়িয়ে দেয়

সচেতন থেকে অচেতন কিংবা অচেতন থেকে সচেতন
সবকিছু তালগোল পাকিয়ে যায়

বাঁকাচাঁদে এক রহস্য দোল খায়