দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

কাঠবিড়ালী

দেবাশিস মুখোপাধ্যায়

ভোরবেলা অমলতাসের সঙ্গে দেখা
তার দেহ জুড়ে কাঠ বিড়ালীর প্রাণচাঞ্চল্য
আমি যেন আমিতে নেই
হাসপাতালের টেবিলে সুঁই ফোটানোর সময়
এ দেহকে অমলতাস আর কাঠবিড়ালি ডেকে নিয়েছিল
ডাক্তারের রেটিনায় কে তখন অবাক আঁকছিল

মেঘ

দেবাশিস মুখোপাধ্যায়

ঘুমের ভিতর সিনেমা দেখছি । নায়কের মুখ খুব চেনা
সে আয়নার সামনে দাঁড়িয়ে। নিজেকে দেখেই যাচ্ছে
একদল মেঘ এসে ঢেকে দিল সবকিছু ।
শো ভেঙে গেলে চোখ মেলে দেখলাম
বউয়ের চুলে হারিয়ে গেছে আমার মুখ
একটা জাল থেকে আরেকটা জালে আটকে আমি..